Dialogue Between Two Students About Their Hobbies

Looking for an educational and exam-friendly dialogue between two students about their hobbies?

This short and simple dialogue is perfect for students in Class 6 to HSC.

Question: Write A Dialogue Between Two Students About Their Hobbies.

Answer:

English Dialogue

Nayeem: Good morning, Ovi!
Ovi: Good morning, Nayeem! How are you?
Nayeem: I’m doing well. What about you?
Ovi: I’m fine too. I was reading a book.
Nayeem: Oh! Is reading your hobby?
Ovi: Yes, I love reading storybooks and science magazines.
Nayeem: That’s great! I also like reading sometimes.
Ovi: What’s your main hobby, Nayeem?
Nayeem: Gardening. I take care of flowers and vegetables at home.
Ovi: Really? That’s interesting.
Nayeem: Yes. I water the plants daily and remove weeds.
Ovi: It must be peaceful.
Nayeem: It is. I feel very calm when I work in the garden.
Ovi: Do you grow any fruits?
Nayeem: Yes. We have a small lemon tree and some guava plants.
Ovi: Wow! That’s wonderful. I wish I had space for that.
Nayeem: You can start with pots on your balcony.
Ovi: Good idea! Books give me joy, but I want to try gardening too.
Nayeem: That’s nice. Hobbies make life beautiful.
Ovi: Right. They also help us relax and learn something new.
Nayeem: Exactly. Every student should have a hobby.
Ovi: I agree. Let’s talk more about this later.
Nayeem: Sure. Let’s go to class now.

বাংলা অনুবাদ:

নাঈম: সুপ্রভাত, অভি!
অভি: সুপ্রভাত, নাঈম! কেমন আছো?
নাঈম: ভালো আছি। তুমি কেমন?
অভি: আমিও ভালো। একটা বই পড়ছিলাম।
নাঈম: আচ্ছা! তোমার শখ কি পড়া?
অভি: হ্যাঁ, আমি গল্পের বই আর বিজ্ঞান ম্যাগাজিন পড়তে ভালোবাসি।
নাঈম: দারুণ! আমিও মাঝে মাঝে পড়ি।
অভি: কিন্তু তোমার মূল শখ কী?
নাঈম: আমার শখ বাগান করা। বাড়িতে ফুল আর সবজি গাছ দেখি।
অভি: সত্যি? এটা তো খুব মজার।
নাঈম: হ্যাঁ। আমি প্রতিদিন পানি দেই আর আগাছা পরিষ্কার করি।
অভি: খুব শান্ত লাগে নিশ্চয়।
নাঈম: একদম। বাগানে কাজ করলে মন ভালো থাকে।
অভি: ফলজ গাছও আছে?
নাঈম: হ্যাঁ। একটা লেবুর গাছ আর কয়েকটা পেয়ারার গাছ আছে।
অভি: বাহ! দারুণ তো! আমার তো এত জায়গা নেই।
নাঈম: ব্যালকনিতে টব দিয়ে শুরু করতে পারো।
অভি: ভালো আইডিয়া! বই পড়ে আনন্দ পাই, তবে বাগান করাও চেষ্টা করবো।
নাঈম: শখ জীবনকে সুন্দর করে তোলে।
অভি: ঠিক বলেছো। শখ আমাদের মানসিক শান্তি দেয় আর শেখায়।
নাঈম: প্রতিটি ছাত্রের একটা শখ থাকা উচিত।
অভি: আমি একমত। পরে এ নিয়ে আবার কথা বলবো।
নাঈম: নিশ্চয়ই। এখন ক্লাসে যাই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *