Dialogue Between Two Friends About How to Learn English Well
Looking for an educational and exam-friendly dialogue between two friends about how to learn English well?
This short and simple dialogue is perfect for students in Class 6 to HSC.
Question: Write A Dialogue Between Two Friends About How to Learn English Well.
Answer:
English Dialogue:
Raihan: Assalamu Alaikum, Tanvir!
Tanvir: Walaikum Assalam, Raihan! How are you?
Raihan: I’m good. What about you?
Tanvir: I’m fine too. But I want to ask you something.
Raihan: Sure. What is it?
Tanvir: You speak English very well. How did you learn it?
Raihan: Thanks. I try to practise it every day.
Tanvir: But I feel shy while speaking.
Raihan: Don’t worry. At first, I was also shy.
Tanvir: Then how did you overcome that fear?
Raihan: I started talking to myself in English. That helped a lot.
Tanvir: Really? Does that work?
Raihan: Yes. Try to say small sentences about your daily life.
Tanvir: Okay. What else should I do?
Raihan: Read English storybooks and newspapers.
Tanvir: I don’t understand everything.
Raihan: No problem. Try to guess the meaning from the sentence.
Tanvir: What about grammar?
Raihan: Learn basic grammar first. Don’t try to learn everything at once.
Tanvir: I also want to improve my writing.
Raihan: Then start writing a daily diary in English.
Tanvir: That sounds helpful.
Raihan: Watch English cartoons or short videos too.
Tanvir: Will that help with listening?
Raihan: Yes, and it also helps you learn new words.
Tanvir: Should I use a dictionary?
Raihan: Yes. Keep a small one with you. Look up unknown words.
Tanvir: Thank you, Raihan. I feel more confident now.
Raihan: You’re welcome. Just practise daily and don’t give up.
Tanvir: I’ll start from today.
বাংলা অনুবাদ (সহজ ও মানবিক অনুবাদ)
রাইহান: আসসালামু আলাইকুম, তানভির!
তানভির: ওয়ালাইকুম আসসালাম, রাইহান! কেমন আছো?
রাইহান: ভালো আছি। তুমি কেমন?
তানভির: আমিও ভালো আছি। একটা কথা জিজ্ঞেস করতে চাই।
রাইহান: হ্যাঁ, বলো।
তানভির: তুমি তো ইংরেজিতে খুব ভালো কথা বলো। কীভাবে শিখেছো?
রাইহান: ধন্যবাদ। আমি প্রতিদিন একটু করে চর্চা করি।
তানভির: কিন্তু আমি ইংরেজিতে কথা বলতে লজ্জা পাই।
রাইহান: ভয় পেয়ো না। আমিও আগে লজ্জা পেতাম।
তানভির: তাহলে কীভাবে ভয় কেটে গেছে?
রাইহান: আমি প্রথমে নিজের সঙ্গে ইংরেজিতে কথা বলতাম। এতে অনেক উপকার হয়েছে।
তানভির: সত্যি? এটা কাজ করে?
রাইহান: হ্যাঁ। প্রতিদিনের কাজগুলো নিয়ে ছোট ছোট বাক্যে বলো।
তানভির: আচ্ছা। আর কী করবো?
রাইহান: ইংরেজি গল্পের বই আর পত্রিকা পড়ো।
তানভির: সব বুঝি না।
রাইহান: সমস্যা নেই। বাক্য দেখে অর্থ বুঝার চেষ্টা করো।
তানভির: গ্রামার কীভাবে শিখবো?
রাইহান: আগে মৌলিক গ্রামার শিখো। একসাথে সব শেখার দরকার নেই।
তানভির: আমি লেখাও ভালো করতে চাই।
রাইহান: তাহলে প্রতিদিন ইংরেজিতে ডায়েরি লেখো।
তানভির: এটা বেশ উপকারী মনে হচ্ছে।
রাইহান: ইংরেজি কার্টুন বা ছোট ভিডিও দেখো।
তানভির: এতে কি শুনতে বুঝতে পারবো?
রাইহান: হ্যাঁ, আর নতুন শব্দও শিখতে পারবে।
তানভির: ডিকশনারি ব্যবহার করবো?
রাইহান: হ্যাঁ। ছোট একটা সঙ্গে রাখো। অপরিচিত শব্দ খুঁজে নাও।
তানভির: ধন্যবাদ, রাইহান। এখন অনেকটা আত্মবিশ্বাস পাচ্ছি।
রাইহান: স্বাগতম। প্রতিদিন চর্চা করো, আশা ছাড়ো না।
তানভির: আজ থেকেই শুরু করবো।