আমার পরিবার আমার জীবনের সবচেয়ে প্রিয় ও গুরুত্বপূর্ণ অংশ। আমাদের পরিবারে মোট পাঁচজন সদস্য—বাবা, মা, আমি এবং আমার দুই ছোট ভাই। আমরা একসঙ্গে বসবাস করি এবং পরস্পরের প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করি। পরিবার মানেই আমার কাছে নিরাপত্তা, শান্তি আর ভালোবাসার আশ্রয়।
আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। তিনি খুব দায়িত্বশীল ও সৎ মানুষ। মা একজন গৃহিণী, তবে তিনি আমাদের পরিবারের মূল চালিকাশক্তি। তাঁর যত্ন, ভালোবাসা আর পরিশ্রমেই আমাদের সংসার এত সুন্দরভাবে চলছে। আমার ছোট ভাই দুটো স্কুলে পড়ে—তারা খুবই চঞ্চল ও মেধাবী।
আমরা একসঙ্গে খাই, গল্প করি, ছুটির দিনে কোথাও ঘুরতে যাই। বাবা-মা আমাদের শিখিয়েছেন কেমন করে একজন ভালো মানুষ হতে হয়। আমাদের পরিবারে প্রতিটি সিদ্ধান্ত আলোচনা করেই নেওয়া হয়, যাতে সবার মতামত গুরুত্ব পায়।
পরিবারই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। আমি গর্ব করি আমার পরিবারের ওপর, কারণ তারা আমাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবসময় উৎসাহ দিয়েছে। আমার বিশ্বাস, যেকোনো মানুষের জীবনে পরিবারই সবচেয়ে বড় শক্তি ও আশ্রয়।