Dialogue Between Two Friends About the Bad Effects of Smoking
Are you looking for a simple and exam-friendly dialogue between two friends about the bad effects of smoking?
This dialogue is perfect for students from Class 6 to HSC. Also we have added Bangla meaning of the dialogue for the easyness of the students.
Question: Write A Dialogue Between Two Friends About the Bad Effects of Smoking.
Answer – 1
English Dialogue (160 Words)
Rafi: Assalamu Alaikum, Tanim!
Tanim: Walaikum Assalam, Rafi! How are you?
Rafi: I’m good. But I saw you smoking yesterday.
Tanim: Yes, I smoke sometimes. It helps me relax.
Rafi: But do you know smoking is very harmful?
Tanim: I’ve heard that, but I don’t know the details.
Rafi: Smoking damages your lungs and heart badly.
Tanim: Really?
Rafi: Yes. It can cause cancer, asthma, and even heart attacks.
Tanim: That sounds serious.
Rafi: Cigarettes also contain nicotine. It’s highly addictive.
Tanim: I think I’ve started to depend on it.
Rafi: That’s dangerous. It also wastes your money.
Tanim: I didn’t think about the money before.
Rafi: Smokers also harm others through second-hand smoke.
Tanim: Oh, that can hurt my family too.
Rafi: Yes. Smoking pollutes the air we all breathe.
Tanim: You’re right. I must stop it.
Rafi: It’s never too late to quit. Starting today!
Tanim: Thanks, friend. You opened my eyes.
Rafi: Always here for you. Take care.
বাংলা অনুবাদ:
রাফি: আসসালামু আলাইকুম, তানিম!
তানিম: ওয়ালাইকুম আসসালাম, রাফি! কেমন আছো?
রাফি: ভালো আছি। কিন্তু গতকাল তোমাকে ধূমপান করতে দেখলাম।
তানিম: হ্যাঁ, মাঝে মাঝে করি। এটা করলে একটু স্বস্তি পাই।
রাফি: কিন্তু তুমি জানো, ধূমপান খুবই ক্ষতিকর?
তানিম: শুনেছি, কিন্তু বিস্তারিত জানি না।
রাফি: এটা ফুসফুস আর হার্টের মারাত্মক ক্ষতি করে।
তানিম: সত্যি?
রাফি: হ্যাঁ। এটা ক্যানসার, হাঁপানি, এমনকি হার্ট অ্যাটাকও ঘটাতে পারে।
তানিম: ব্যাপারটা তো খুবই ভয়ানক!
রাফি: সিগারেটে নিকোটিন থাকে, যা খুব নেশাদায়ক।
তানিম: আমি বুঝতে পারছি, আমি নেশায় পড়ে গেছি।
রাফি: এটা খুবই বিপজ্জনক। আর অনেক টাকা নষ্ট হয় এতে।
তানিম: টাকার কথা তো ভাবিনি আগে!
রাফি: ধূমপান করলে আশেপাশের মানুষও ক্ষতিগ্রস্ত হয়।
তানিম: তাহলে তো আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে!
রাফি: ঠিক তাই। এটা আশেপাশের বাতাসও দূষিত করে।
তানিম: তুমি ঠিক বলেছো। আমি এখন থেকেই ছেড়ে দেবো।
রাফি: শুরু করতে দেরি হয়নি। আজই শুরু করো!
তানিম: ধন্যবাদ বন্ধু। তুমি আমার চোখ খুলে দিলে।
রাফি: সবসময় পাশে আছি। ভালো থেকো।
Answer: 2 (225 Words)
English Dialogue
Hasan: Good morning, Nayeem!
Nayeem: Good morning, Hasan! How are you today?
Hasan: I’m fine. But yesterday, I saw you smoking behind the school.
Nayeem: Yes… I just tried it with some seniors.
Hasan: That’s not good, brother. Smoking is not cool. It’s harmful.
Nayeem: I know, but they said it helps with stress.
Hasan: That’s a lie. Nicotine gives fake relaxation. Later, it controls your brain.
Nayeem: Really? I didn’t know that.
Hasan: Yes. Smoking can damage your lungs and slowly poison your body.
Nayeem: But one or two cigarettes won’t harm me, right?
Hasan: Even one cigarette starts the damage. The smoke contains over 7,000 chemicals.
Nayeem: That’s scary!
Hasan: And many of those chemicals cause cancer.
Nayeem: Oh no. Then why do people still smoke?
Hasan: Because nicotine is very addictive. Once someone starts, it’s hard to stop.
Nayeem: That’s why people can’t quit easily.
Hasan: Yes. And smoking doesn’t just harm the smoker.
Nayeem: What do you mean?
Hasan: It also affects others through second-hand smoke.
Nayeem: So my family can get sick too?
Hasan: Exactly. Children and elderly people suffer the most.
Nayeem: I had no idea. I feel bad now.
Hasan: It’s good that you realized it early. You can still stop.
Nayeem: I will never smoke again. Thank you, Hasan.
Hasan: I’m happy to help. Stay safe and take care.
বাংলা অনুবাদ:
হাসান: সুপ্রভাত, নাইম!
নাইম: সুপ্রভাত, হাসান! কেমন আছো আজ?
হাসান: ভালো আছি। কিন্তু গতকাল তোমায় স্কুলের পিছনে সিগারেট খেতে দেখলাম।
নাইম: হ্যাঁ… কিছু বড় ভাইয়ের সঙ্গে একবার ট্রাই করেছিলাম।
হাসান: এটা ঠিক না ভাই। ধূমপান মোটেও ভালো নয়।
নাইম: জানি, কিন্তু তারা বলেছে এটা নাকি টেনশন কমায়।
হাসান: এটা ভুল কথা। নিকোটিন সাময়িক শান্তি দেয়, পরে সে-ই তোমার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে।
নাইম: সত্যি? আমি তো এসব জানতাম না।
হাসান: হ্যাঁ। ধূমপান ফুসফুস নষ্ট করে এবং শরীরকে ধীরে ধীরে বিষাক্ত করে।
নাইম: কিন্তু আমি তো মাত্র এক-দুইটা খেয়েছি। ক্ষতি হবে না, তাই না?
হাসান: না ভাই, একটাও শরীরের ক্ষতি শুরু করে। ধোঁয়ায় ৭,০০০-এর বেশি রাসায়নিক থাকে।
নাইম: এতো ভয়ংকর!
হাসান: তার মধ্যে অনেকগুলো ক্যানসার সৃষ্টি করে।
নাইম: তাহলে মানুষ ধূমপান করে কেন?
হাসান: কারণ নিকোটিন খুব নেশাজনক। একবার শুরু করলে ছাড়তে কষ্ট হয়।
নাইম: এজন্যই মানুষ ছাড়তে পারে না!
হাসান: হ্যাঁ। আর ধূমপান শুধু নিজের ক্ষতি নয়।
নাইম: মানে কী?
হাসান: আশেপাশের মানুষরাও ক্ষতিগ্রস্ত হয়, একে বলে ‘সেকেন্ড হ্যান্ড স্মোক’।
নাইম: তাহলে আমার পরিবারও অসুস্থ হতে পারে?
হাসান: হ্যাঁ ভাই। বিশেষ করে ছোট বাচ্চা আর বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত হয়।
নাইম: এসব জানলে আমি কখনো ধূমপান করতাম না।
হাসান: এখনই ঠিক সময়, তুমিও ছেড়ে দিতে পারো।
নাইম: আমি আর কখনো ছুঁবো না। ধন্যবাদ, হাসান।
হাসান: পাশে আছি সব সময়। ভালো থাকো।
FAQs on Bad Effects of Smoking
1. What is the main topic of the dialogue between the two friends?
The dialogue is about the harmful effects of smoking. One friend warns the other about how smoking damages the body, wastes money, and harms others around us.
2. Why is smoking bad for our health?
Smoking is bad because it damages our lungs, heart, and brain. It can cause diseases like cancer, asthma, and heart attacks. Even one cigarette can start harming the body.
3. What is nicotine and why is it dangerous?
Nicotine is a chemical found in cigarettes. It makes people addicted to smoking. Once someone starts smoking, nicotine makes it hard to stop.
4. What is second-hand smoke?
Second-hand smoke is the smoke that comes from a burning cigarette. It also harms people nearby, especially children and elderly people. They can get sick even if they don’t smoke.
5. How does smoking affect our money and environment?
Smoking wastes a lot of money over time. It also pollutes the air and makes the environment dirty. The smoke and cigarette butts cause pollution.
6. What should we learn from the dialogue?
We should learn that smoking is not a good habit. It harms our health, our family, and the environment. It’s better to say “no” to smoking and help others quit too.