Brain Drain Paragraph for Class 6 to HSC
ব্রেইন ড্রেইন বলতে বোঝায়, কোনো দেশের মেধাবী ও দক্ষ মানুষরা দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস বা কাজ করার জন্য চলে যাওয়া। সাধারণত উচ্চশিক্ষিত পেশাজীবী, গবেষক, প্রকৌশলী, চিকিৎসক কিংবা বিজ্ঞানীরা উন্নত সুযোগের আশায় বিদেশে পাড়ি জমান। এই প্রবণতা আজকের বিশ্বে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশেও ব্রেইন ড্রেইনের সমস্যা দিন দিন বাড়ছে। অনেক মেধাবী ছাত্র-ছাত্রী বিদেশে পড়াশোনা শেষে আর দেশে ফিরে আসেন না। কারণ হিসেবে বলা যায়—বিদেশে ভালো চাকরি, উন্নত জীবনযাপন, গবেষণার সুযোগ ও নিরাপদ ভবিষ্যৎ তাদের আকৃষ্ট করে। অন্যদিকে, দেশে কর্মসংস্থান ও গবেষণার সুযোগ সীমিত হওয়ায় তারা হতাশ হয়ে পড়ে।
ব্রেইন ড্রেইনের ফলে দেশের জন্য একদিকে যেমন মানবসম্পদের ক্ষতি হয়, অন্যদিকে উন্নয়নের গতি ব্যাহত হয়। যেসব মেধাবী মানুষ দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে পারতেন, তারা দেশের বাইরে থাকেন বলেই সেই অবদান থেকে দেশ বঞ্চিত হয়। এতে জাতীয়ভাবে দক্ষতার অভাব দেখা দেয় এবং দেশের প্রগতিও বাধাগ্রস্ত হয়।
এই সমস্যার সমাধানে দেশে মেধাবীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ, গবেষণার সুযোগ এবং সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। একইসাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তরুণদের দেশের উন্নয়নে কাজ করতে উৎসাহিত করতে হবে। তাহলেই আমরা মেধা রক্ষা করতে পারবো এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।