Dialogue | About Importance of Learning English
Are you looking for an educational and exam-friendly dialogue between two friends about the importance of learning English?
This short and simple dialogue is perfect for students in Class 6 to HSC.
Question: Write A Dialogue Between Two Friends About the Importance of Learning English
Answer:
English Dialogue:
Nabil: Assalamu Alaikum, Zarin!
Zarin: Walaikum Assalam, Nabil! How are you?
Nabil: I’m good. What about you?
Zarin: I’m fine too. I’m trying to improve my English these days.
Nabil: That’s great! But why are you so focused on English now?
Zarin: Because English is very important in today’s world.
Nabil: You are right. It’s an international language.
Zarin: Yes. Most websites, books, and apps use English.
Nabil: And it helps a lot in higher studies.
Zarin: It also helps to get good jobs.
Nabil: Without English, we can’t do well in exams either.
Zarin: Exactly. Even in university, all lectures are in English.
Nabil: People who speak English get better chances abroad.
Zarin: That’s why I’m working on my grammar and speaking.
Nabil: Same here. I also watch English videos to learn.
Zarin: We should practice speaking English every day.
Nabil: Yes, that will improve our confidence.
Zarin: Let’s talk in English for 10 minutes daily.
Nabil: Good idea! We can help each other.
Zarin: Inshallah, we’ll become fluent one day.
Nabil: Sure! Let’s start today!
বাংলা অনুবাদ:
নাবিল: আসসালামু আলাইকুম, জারিন!
জারিন: ওয়ালাইকুম আসসালাম, নাবিল! কেমন আছো?
নাবিল: ভালো আছি। তুমি কেমন?
জারিন: আমিও ভালো। এখন ইংরেজি শেখার চেষ্টা করছি।
নাবিল: দারুণ! হঠাৎ ইংরেজির প্রতি এত আগ্রহ কেন?
জারিন: কারণ এখনকার যুগে ইংরেজি খুবই দরকারি।
নাবিল: ঠিক বলেছো। এটা একটি আন্তর্জাতিক ভাষা।
জারিন: হ্যাঁ। বেশিরভাগ ওয়েবসাইট, বই আর অ্যাপ ইংরেজিতেই হয়।
নাবিল: আর উচ্চশিক্ষায়ও অনেক সাহায্য করে।
জারিন: ভালো চাকরি পেতেও ইংরেজি লাগে।
নাবিল: পরীক্ষাতেও ইংরেজি ছাড়া ভালো করা যায় না।
জারিন: একদম ঠিক। বিশ্ববিদ্যালয়ে সব লেকচারই ইংরেজিতে হয়।
নাবিল: যারা ইংরেজি পারে, তারা বিদেশে বেশি সুযোগ পায়।
জারিন: এজন্য আমি গ্রামার আর স্পোকেন প্র্যাকটিস করছি।
নাবিল: আমিও ইংরেজি ভিডিও দেখে শিখছি।
জারিন: আমাদের প্রতিদিন ইংরেজিতে কথা বলা উচিত।
নাবিল: হ্যাঁ, এতে আত্মবিশ্বাস বাড়বে।
জারিন: চল, প্রতিদিন ১০ মিনিট ইংরেজিতে কথা বলি।
নাবিল: খুব ভালো আইডিয়া! আমরা একে অপরকে সাহায্য করতে পারি।
জারিন: ইনশাআল্লাহ, একদিন আমরা অনেক ভালোভাবে বলতে পারব।
নাবিল: অবশ্যই! আজ থেকেই শুরু করি।