Dialogue Between Two Friends About Problem of Load Shedding
Looking for an educational and exam-friendly dialogue between two friends about the problem of load shedding?
This short and simple dialogue is perfect for students in Class 6 to HSC.
Question: Write A Dialogue Between Two Friends About the Problem of Load Shedding.
Answer:
English Dialogue:
Rifat: Assalamu Alaikum, Tarek!
Tarek: Walaikum Assalam, Rifat! How are you?
Rifat: I’m fine, but really tired.
Tarek: Why? What happened?
Rifat: There was no electricity the whole night.
Tarek: Oh! Was it load shedding again?
Rifat: Yes. The power went off at 8 PM and came back at 3 AM.
Tarek: That’s really terrible. I couldn’t sleep last night either.
Rifat: Load shedding is becoming a daily problem.
Tarek: True. It disturbs our study and daily life.
Rifat: I couldn’t even complete my homework properly.
Tarek: Same here. My phone was dead. I couldn’t watch my online class.
Rifat: My little brother cried all night due to the heat.
Tarek: It also spoils food in the fridge.
Rifat: Right. The government should take this seriously.
Tarek: Yes, they need to improve the electricity system.
Rifat: Using solar energy can also help.
Tarek: You’re right. We must save electricity too.
Rifat: Let’s hope for a better solution soon.
Tarek: InshaAllah. Now let’s go to class.
বাংলা অনুবাদ:
রিফাত: আসসালামু আলাইকুম, তারেক!
তারেক: ওয়ালাইকুম আসসালাম, রিফাত! কেমন আছো?
রিফাত: ভালো আছি, তবে খুব ক্লান্ত লাগছে।
তারেক: কেন? কী হয়েছে?
রিফাত: রাতে একটানা লোডশেডিং ছিল।
তারেক: আচ্ছা! আবার লোডশেডিং হলো?
রিফাত: হ্যাঁ। রাত ৮টায় বিদ্যুৎ চলে যায়, আসে ভোর ৩টায়।
তারেক: এটা তো খুব বাজে ব্যাপার। আমিও ভালো ঘুমাতে পারিনি।
রিফাত: লোডশেডিং এখন প্রতিদিনের সমস্যা হয়ে গেছে।
তারেক: ঠিক বলেছো। এটা পড়াশোনা আর জীবন দুটোই নষ্ট করে দিচ্ছে।
রিফাত: ঠিকমতো হোমওয়ার্কও শেষ করতে পারিনি।
তারেক: আমারও ফোনে চার্জ ছিল না, ক্লাস দেখতে পারিনি।
রিফাত: আমার ছোট ভাই গরমে সারারাত কেঁদেছে।
তারেক: ফ্রিজের খাবারও নষ্ট হয়ে যায়।
রিফাত: একদম ঠিক। সরকারকে এটা গুরুত্ব দিয়ে দেখতে হবে।
তারেক: হ্যাঁ, বিদ্যুৎ ব্যবস্থা উন্নত করতে হবে।
রিফাত: সৌরবিদ্যুৎ ব্যবহার করলে উপকার হবে।
তারেক: একদম ঠিক বলেছো। আমাদেরও বিদ্যুৎ অপচয় না করা উচিত।
রিফাত: আশা করি, দ্রুত ভালো কোনো সমাধান আসবে।
তারেক: ইনশাআল্লাহ। এখন চল ক্লাসে যাই।