Street Children Paragraph for Class 4 to HSC

বাংলাদেশের শহরগুলোতে আমরা প্রতিদিনই রাস্তায় ঘুরে বেড়ানো কিছু শিশু দেখতে পাই, যাদের বলা হয় পথশিশু। এদের অনেকেই হয়ত জন্ম থেকেই পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত, আবার অনেকেই পারিবারিক অশান্তি বা দারিদ্র্যের কারণে ঘর ছেড়ে রাস্তায় এসে পড়েছে। ওরা রাস্তার ধারে, বাসস্ট্যান্ডে, রেলস্টেশনে, ফুটপাতে দিন কাটায় এবং খোলা আকাশের নিচেই রাতে ঘুমায়।

পথশিশুরা সাধারণত খুবই কষ্টকর জীবন যাপন করে। খাবারের জন্য ওদের অনেক সময় ভিক্ষা করতে হয় বা ডাস্টবিনে খুঁজতে হয়। কেউ কেউ কাগজ কুড়িয়ে, জুতা পালিশ করে কিংবা ছোটখাটো কাজ করে সামান্য টাকা উপার্জন করে। আবার অনেক পথশিশু মাদকে জড়িয়ে পড়ে বা অপরাধমূলক কাজে ব্যবহার হয়, যা তাদের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর।

এই শিশুরা আমাদের সমাজের অবহেলিত একটি অংশ। অথচ ওদের মধ্যেও আছে অনেক সম্ভাবনা, অনেক স্বপ্ন। যদি ওদের সঠিকভাবে শিক্ষা, আশ্রয়, পুষ্টি ও ভালোবাসা দেওয়া যায়, তবে তারাও দেশের জন্য সম্পদে পরিণত হতে পারে। সরকার, বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগে পথশিশুদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলা জরুরি।

সবশেষে বলতেই হয়, পথশিশুদের দুঃখ-দুর্দশা আমাদের সবারই দায়িত্ব। ওদের জীবন সুন্দর ও নিরাপদ করতে হলে সমাজের সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই পথশিশুদের জীবনে এক নতুন আশার আলো দেখা দিতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *